বল হাতে দারুন পারফরমেন্সের জন্য নতুন বছরের শুরুতেই স্বীকৃতি পেলেন টাইগার এই গতি তারকা। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে তার।
এই সাত ম্যাচ দিয়েই নিজের উপস্থিতি দারুণভাবে জানান দেন বাংলাদেশ দলের পেস আক্রমণের এই নেতা। সাত ম্যাচে ২৩.৯ গড় ও ৫.৩ ইকোনমিতে ১৪টি উইকেট নেন ২৯ বছর বয়সী এই পেসার। আর তাতে উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে
উইজডেনের ওয়ানডে বর্ষসেরা একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার নেই একাদশে। গত বছর ভারত ও নিউজিল্যান্ড মাত্র ৩টি করে ওয়ানডে খেলেছে।
উইজডেনের ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), আল্লাহ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।