ঈশ্বরদীতে হেরোইনসহ যুবলীগ নেতা সোহেল রানা (৪১) গ্রেফতার হয়েছেন। ঈশ্বরদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার দুপুরে বাজারের জাকের সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেফতার করে। সোহেল রানা ওরফে ফেন্সি সোহেল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানা ওরফে ফেন্সি সোহেলকে গ্রেফতার করা হয়।
বাজারের সিনথিয়া সু স্টোরে সোহেলের ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, সোহেল চিহ্নিত মাদক ব্যবসায়ী ও থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সে জুতার ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোহেলকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।