সর্বাত্মক লকডাউন ও ঈদ-উল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কাছে ২৫ দিন ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (৪ জুলাই) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করা হবে। সারাদেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি এসব পণ্য বিক্রি করবে।
ট্রাক থেকে এক জন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।