পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২৯ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ৭ জুলাই পর্যন্ত নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ঈদের আগে বিশেষ বুথে সাধারণ মানুষের কাছে নতুন নোট বিনিময় করত কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর সেই প্রথা বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এ বছর করোনার প্রকোপ কমে যাওয়ায় রোজার ঈদ থেকে আবারও নোট বিনিময় শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।