ঈদে যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি লাঘবে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি। পুরো দেশে ৪৬ পয়েন্ট নির্ধারণ করে কাজ করছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া ঢাকা শহরে ২০ পয়েন্টে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বাস টার্মিনালে হয়রানি বা ভোগান্তি কমাতে ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের এসব জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদযাত্রা যাতে স্বস্তিকর হয় সেজন্য আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঈদযাত্রা নিরাপদে নিজে মনিটরিং করছেন। এছাড়াও স্পেশাল মোবাইল কোর্ট ও বিআরটিএ’র ভিজিলেন্স টিম বাস কাউন্টারে কাজ করছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য ১৫ দিন আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসক থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন শহরে মিটিং করেছি। এরপর টার্মিনালভিত্তিক ভিজিলেন্স টিম বা মনিটরিং টিম গঠন করা হয়েছে। যেন যাত্রীদের থেকে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। কোথাও যেন কোনো যানজট তৈরি না হয় সেজন্য ৪৬টি পয়েন্ট নির্ধারণ করেছি। যেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাতদিন কাজ করছেন। পাশাপাশি ঢাকা শহরের ২০টি পয়েন্টে চিহ্নিত করেছি, সেখানেও কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।