গতকাল ১৯ এপ্রিল ২০২৩ ইয়ুথ ফোরাম বাংলাদেশ কর্তৃক ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ইয়ুথ ফোরাম বাংলাদেশ – এর কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন।
অনুষ্ঠানটিতে ভার্চুয়াল সূচনা বক্তব্য রাখেন ইয়ুথ ফোরাম বাংলাদেশ – এর প্রেসিডেন্ট ডা: হালিমা কবির তন্বি।
ঈদ সামগ্রি বিতরণ অনষ্ঠানে বাংলাদেশের চাঁদপর কার্যালয় হতে ২টি রিক্সা, ৪টি সেলাই মেশিন, ১৫টি পাঞ্জাবি, ১৫টি শার্ট, ১৫টি শাড়ি, ১৫টি ফ্রগ, ১০টি কামিজ, ৭টি থ্রি পিচ এবং ২০টি পরিবারের মধ্যে ঈদ বাজার ও ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ছায়া সংসদের চাঁদপুর-১ আসনের সাংসদ মো: শাহজালাল মিয়াজী আবেদ, ২ আসনের যুব সাংসদ মো: নাজমুস শাহরিয়ার গালিব, ৩ আসনের যব সাংসদ রাইসা রহমান চাঁদমনি।
উল্লেখ্য, বিগত ৭ বছর যাবত সংস্থাটি দেশের হতদরিদ্র, এতিম, দু:¯’, শিশু-কিশোর, বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও বেকারদের মাঝে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।