আজ রোববার (৪ মে) এটি আঘাত হেনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক।
ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, এ হামলায় ছয়জন আহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরের ৩নং টার্মিনাল এলাকায় আঘাত হেনেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে সাইরেন বেজে উঠলে যাত্রীরা ছোটাছুটি শুরু করে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে থাকেন।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হলো।
হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।