ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভান রিভলিনকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানকে অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, ‘আমার নজরদারিত্বে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।’ হোয়াইট হাউজে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব আলোচনা হয়।
সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দেয়ার ক্ষেত্রে তার আইনগত কর্তৃত্ব নিয়ে সমালোচনা নাকচ করে দেন বাইডেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কর্তৃত্ব রয়েছে।’
বাইডেন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ট সম্পর্ক অনেকটা হোঁচট খায়। ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর পর বেনেট নতুন সরকার গঠন করায় দেশটির সাথে ফের সম্পর্ক গড়ে তুলতে দ্বার উন্মোচন করে দেয়া হয় এবং খুব শিগগিরই বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেও জানা যায়।