মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে জড়িত থাকার অভিযোগে ৪০০ জনকে ২ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
ইরানে প্রায় তিন মাস ধরে বিক্ষোভ চলছে। এটিকে কর্মকর্তারা দাঙ্গা হিসাবে বর্ণনা করেছেন। নারীদের জন্য দেশটির পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে আমিনির মৃত্যুর পর থেকে এ বিক্ষোভ শুরু হয়।
তেহরানের বিচার বিভাগের প্রধান আলী আলঘাসি-মেহের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটকে উদ্ধৃত করে বলেছেন, ‘তেহরান প্রদেশে দাঙ্গাকারীদের বিরুদ্ধে মামলার শুনানিতে ১৬০ জনকে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড, ৮০ জনকে ২ থেকে ৫ বছর এবং ১৬০ জনকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।’
এরই মধ্যে বিক্ষোভে সহিংসতা ও হত্যার অভিযোগ এনে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এ নিয়ে বিভিন্ন দেশ নিন্দা প্রকাশ করেছে।
রাহানওয়ার্দ এবং মোহসেন শেকারি (২৩) উভয়কেই ইরানের ইসলামী শরিয়া আইনের অধীনে ‘মোহরেবেহ’ এর অভিযোগে যথাক্রমে সোমবার এবং বৃহস্পতিবার ফাঁসি দেওয়া হয়।
এই দুটি মৃত্যুদণ্ড কার্যকরের আগে ইরানের বিচার বিভাগ বলেছিল, তারা বিক্ষোভের কারণে ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে এর বিরুদ্ধে যারা অভিযানে রয়েছেন তারা বলছেন, প্রায় এক ডজন লোককে এমন অভিযোগের মুখোমুখি হতে হবে যাতে তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
গত ১৬ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। গত ৩ ডিসেম্বর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জানায়, এই অস্থিরতায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।