ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের সরকারি সম্পদ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে । জানা গিয়েছে, তিনি একটি উপহার পাওয়া দামী নেকলেস ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। বেআইনিভাবে পাকিস্তানের সরকারি সম্পদ বিক্রি করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাক গোয়েন্দা সংস্থা।
দেশের সরকারি কোষাগার ‘তোষাখানা’ থেকে দামী একটি নেকলেস বের করে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই নেকলেসটি বিদেশ থেরে পাওয়া উপহার। পাক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, লাহোরের এক ব্যবসায়ী জুলফি বুখারিকে তিনি ওই নেকলেসটি ১৮ কোটি রুপিতে বিক্রি করেছেন। এই ব্যবসায়ী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। খবর ডনের
সাধারণত কোনো উপহার প্রধানমন্ত্রী নিজস্ব সংগ্রহে রাখতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ওই উপহারের অর্ধেক মূল্য দিতে হয় সরকারি কোষাগারে। কিন্তু এক্ষেত্রে তিনি সেটি করেননি বলে অভিযোগ।
তবে গোটা বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী। জুলফি বুখারির কথায়, ইমরান খানের সঙ্গে তার এ প্রসঙ্গে কোনো কথা হয়নি। এই তথ্য সম্পূর্ণ ভুয়া এবং গুজব।
ইমরান খানের অভিযোগ, বিদেশি শক্তির ষড়যন্ত্রেই তাকে গদি হারাতে হয়েছে। আর সেই ষড়যন্ত্র শামিল হয়েছেন বিরোধীরা। যদিও পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই সেই দাবি নস্যাৎ করে দিয়েছে।