পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রধান বিরোধী নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের এফ-৮ করাচি আদালত এই পরোয়ানা জারি করেন।
আলোচিত ‘তোষাখানা মামলা’য় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
এফ-৮ করাচি আদালতটি ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে অবস্থিত। ইসলামাবাদের অধিকাংশ সেশন আদালতের অবস্থান এই কমপ্লেক্সে।
জুডিশিয়াল কমপ্লেক্সের তিনটি আদালতে চলছে ইমরানের বিরুদ্ধে দায়ের করা প্রধান চারটি মামলার বিচার কার্যক্রম। কমপ্লেক্সের ব্যাংকিং আদালতে চলছে নিষিদ্ধ তহবিল গ্রহণ বিষয়ক মামলার বিচার, অ্যান্টি টেরোরিজম আদালতে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা বিষয়ক মামলার বিচার এবং এফ-৮ করাচি সেশন আদালতে চলছে তোষাখানা ও হত্যাচেষ্টার মামলার বিচারিক কার্যক্রম।
তিন আদালতে চলমান চারটি মামলাতেই নিজের আইনজীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান; এবং জামিন আবেদনগুলোর ওপর শুনানির নির্ধারিত দিন ছিল আজ মঙ্গলবার।