অ্যাথলেটিকসে বাংলাদেশের দারুণ সময় যাচ্ছে। একের পর এক সুখবর আসছে। গত শনিবার এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান স্বর্ণ জিতেছেন। এই কৃতিত্ব গড়ার চার দিনের মধ্যেই আসলো আরেক খবর।
এশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন ৬০ মিটার স্প্রিন্টে নতুন র্যাংকিং প্রকাশ করেছে। র্যাংকিংয়ে ইমরান যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন চীনের বীনগিয়ান সু। দুই জনেরই সেরা টাইমিং ৬.৫৯।
ইমরানুর রহমান গতকাল বাংলাদেশে এসেছেন। বিমানবন্দরে অভ্যর্থনা গ্রহণ করেছেন। আগামী ২-৩ দিন তিনি ব্যস্ত সময় কাটাবেন। ইমরানের এই র্যাংকিং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অর্জন বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, ‘এশিয়ান পর্যায়ে র্যাংকিংয়ে শীর্ষে বাংলাদেশের নাম থাকা বিরাট অর্জন। এর কৃতিত্ব ইমরানের। আমরা সবাই মিলে অ্যাথলেটিকসে সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছি।’