মঙ্গলবার (১৯ মার্চ) হলের সভা শেষে প্রভোস্ট প্রফেসর ড. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ওই হলে অবস্থানকারী এবং মারামারির ঘটনায় অপর এক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কারণ দর্শাতে বলা হয়েছে।
লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আকতার হোসেন বলেন, হলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টি কর্তৃপক্ষকে এবং অভিযুক্ত শিক্ষার্থীদের চিঠি আকারে জানানো হবে।
ইবি প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, এটা হলের ঘটনা এবং তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানিয়েছেন। তাই আমরা হস্তক্ষেপ করিনি।
গত ১৩ মার্চ রাত তিনটায় রুমমেটদের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে এ মারামারি হয়। এতে জোবায়ের রহমান জ্যোতি ও তার রুমমেট সাকিল খান শোভনসহ অন্য হল থেকে আসা কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। এ নিয়ে পরদিন ১৩ মার্চ সকালে প্রভোস্ট ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে দুই পক্ষ। এতে দুই পক্ষই নিজেদেরকে মারধরের শিকার বলে দাবি করে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জ্যোতির বিরুদ্ধে হলের পরিবেশ নষ্টের অভিযোগ করে আরেকটি অভিযোগপত্র দেওয়া হয়। পরে প্রভোস্ট কক্ষটিতে তল্লাশী করে ও জ্যোতিকে তার পরিবারের হাতে সোপর্দ করে।