বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে নার্সের তর্ক বিতর্কের জের ধরে ৪৫ মিনিট কর্মবিরতী পালন করেন নার্সরা।
পরে হাসপাতাল পরিচালকের হস্তক্ষেপে কাজে যোগদেন তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, মাশরুর রিশাদ নামে একজন ইন্টার্ন চিকিৎসক শিশু বিভাগে রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে ফিরছিলেন। এসময় ক্লিনার হাসপাতালের করিডোর পরিষ্কার করছিলেন। তানজিলা নামে একজন নার্স করিডোর দিয়ে যাচ্ছিলেন। ইন্টার্ন চিকিৎসক নার্সকে ওই পথে যেতে নিষেধ করা নিয়ে উভয়ে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি ওই নার্স তাৎক্ষনিক তাদের সহকর্মীদেরকে জানায়। এতে তারা উত্তেজিত হয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থায় নেন।
এক পর্যায় সকাল পৌনে ৯টা থেকে নার্সরা কর্মবিরতি শুরু করেন। পরে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগে: জেনারেল জুলফিকার আলী তার কক্ষে উভয়পক্ষকে ডেকে কথা বলে সুষ্ঠ তদন্তের আশ্বাস দিলে সকাল পৌনে ১০ টায় নার্সরা কাজ শুরু করেন।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শজিমেক হাসপাতাল শাখার সভাপতি আব্দুল হান্নান বলেন, সকালে শিশু ওয়ার্ডে ক্লিনার করিডোর পরিষ্কার করছিলেন। একজন ইন্টার্ন চিকিৎসক সেখান দিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।
শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. তাসফিকুর রহমান বলেন, সকালে শিশু ওয়ার্ডে একজন নার্স ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি হয়নি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সহকারি পরিচালক যাকারিয়া রানা বলেন, উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। নার্সরা একযোগে প্রশাসনিক ভবনে আসলে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়েছে। এ ঘটনায় চার সদস্যর তদন্ত কমিটি গঠন হয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।