ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টিগ্রে অঞ্চল থেকে বিবিসির একজন সংবাদদাতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গিরমে গেব্রু এবং তার সঙ্গে আরো চার জনকে আঞ্চলিক রাজধানী মেকেলের একটি ক্যাফে থেকে আটক করা হয়েছে। গিরমে গেব্রু বিবিসি টিগ্রিনিয়া বিভাগের জন্য কাজ করেন এবং তাকে মেকেলের একটি সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে জানা গেছে। কিন্তু কেন তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ বিষয়ে ইথিয়পীয় কর্তৃপক্ষের কাছে বিবিসির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক কয়েকদিনে তামিরাত ইয়েমানি নামে একজন স্থানীয় সাংবাদিক এবং দুই জন অনুবাদক—আলুলা আকালু ও ফিত্সুম বারহানিকেও আটক করা হয়। আলুলা আকালু ফাইনানসিয়াল টাইমস এবং ফিত্সুম বারহানি এএফপি সংবাদ সংস্থার জন্য কাজ করতেন।