মিয়ানমারে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছেন আফিদা-ঋতুপর্ণারা। বাছাইপর্ব শেষে আজ সোমবার (৭ জুলাই) দেশে ফিরেছে দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারী দলের গন্তব্য হাতিরঝিলের এম্ফিথিয়েটার। রাতেই সেখানে তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সংবর্ধনায় সবাইকে একসঙ্গে পেতেই মূলত রাত আড়াইটায় এই আয়োজন করছে বাফুফে। ঢাকায় পা রাখার কয়েক ঘণ্টা পরই আবার ভুটান লিগ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এর দুদিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে যাত্রা করবেন। যে কারণে আজ পুরো দলকে একসঙ্গে নিয়ে এমন আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে।
২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।