বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত। গতকাল অজিদের বিপক্ষে খেলেছে সিরিজের প্রথম ওয়ানডে। রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়াই লোকেশ রাহুলের নেতৃত্বে গতকাল সফরকারীদের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এতে করে পাকিস্তানকে টপকে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠেছে ভারত।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত এক মাইলফলকও গড়েছে ভারত। আগে থেকেই টেস্ট এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে রোহিত-কোহলিরা। আর এবার পাকিস্তানকে টপকে নিশ্চিত করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়েরও এক নম্বর স্থান। ফলে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে একই সঙ্গে তিন ফরম্যাটের এক নম্বর স্থান দখলের রেকর্ড গড়েছে ভারত।
ভারতের আগে একবার এ রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালের আগস্ট মাসে একই সঙ্গে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয়ের পর এমন অনন্য মাইলফলক ভারতীয়দের অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের পরই দুইয়ে অবস্থান করছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে তারা। এদিকে টি-টোয়েন্টি এবং টেস্টে ভারতের রেটিং পয়েন্ট বর্তমানে ২৬৪ ৩বং ১১৮।