এবার ইউরোপীয় দেশগুলোকে হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। এ বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ন্যাটো সৈন্যরা যদি রাশিয়ার বিরুদ্ধে চলা যুদ্ধে ইউক্রেনের পক্ষে অংশ নেয়, তবে মস্কো ইউরোপীয় দেশগুলোতে হামলা চালাতে পারে।’
ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের মন্তব্যের বিষয়ে মন্তব্য করে মেদভেদেভ বলেন, ন্যাটোর সাবেক মহাসচিব বলেছিলেন যে এ সামরিক জোটের কিছু দেশ স্বতন্ত্রভাবে ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে তারা তাদের দেশের জনগণের মতামত নিয়েছে কিনা।
এ বিষয়ে তিনি বলেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে ওই ইউরোপীয় দেশগুলোর জনগণকে আপনি (রাসমুসেন) কী বলেছেন? ওই ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে কারা যুদ্ধ চায়? তারা কি সত্যিই ইউরোপে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত আসুক, এটা চায়।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের এ উপ-প্রধান আরও জিজ্ঞাসা করেছিলেন যে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত কী।
দিমিত্রি মেদভেদেভ বলেন, যদি রুশ-ইউক্রেনীয় যুদ্ধে অন্য দেশগুলো জড়িয়ে পড়ে তবে এতে সংশ্লিষ্ট সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
উল্লেখ্য, মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন তিনি দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে কাজ করছেন।