মেদভেদেভের মতে, ইউরোপ বিশ্বব্যাপী রুসোফোবিয়ার (রাশিয়াভিতী) প্রাথমিক শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। খবর তাসের।
মেদভেদেভে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে তার অ্যাকাউন্টে লিখেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন হাইব্রিড কৌশলে ইউরোপকে অবশ্যই শাস্তি দিতে হবে। আমাদের অবশ্যই ইউরোপে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হবে, তারা আমাদের ওপর যেভাবে করেছে।
তিনি আরো লিখেছেন, ভবিষ্যতের নাগরিক অস্থিরতার বন্যায় ইউরোপীয় আমলাদের সব বিদ্বেষপূর্ণ মুখ ধুয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন মেদভেদেভ।
মেদভেদেভ বলেন, রাজনীতিবিদরা বিশ্বাস করেন রাশিয়া অবশ্যই যুক্তরাষ্ট্রকে সব সময় উপেক্ষা করে এসেছে। যদিও তার মতে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দুর্বল দেশগুলো পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করে আসছে এবং তাই রুশবিরোধী পশ্চিমা প্রচারণায় তাদের নিষ্ক্রিয়তাকে ক্ষমা করা উচিত।