টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া ও তার ছেলে আল-আমিন’র বিরুদ্ধে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তোজাম্মেল হোসেন টিটুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতেপুর ইউনিয়নের কুরণী বাজারে আ.লীগের নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে বলে জানায় যুবলীগ নেতা টিটু। ঘটনার পর মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
ঘটনার পর প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে সংবাদ সম্মেলনে টিটু বলেন, বুধবার সন্ধ্যায় কুরণী বাজারে আ.লীগের নির্বাচনী জনসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ভাইয়ের বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মিয়া তাকে ইঙ্গিত করে চেয়ারম্যানকে দেখায়। পরে চেয়ারম্যান মন্টু তাকে মঞ্চের সামনে ডেকে নেয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ মিয়া ও তার ছেলে আল-আমিন মারধর করে। সেসময় তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। কিন্তু ঘটনার কিছুক্ষণ পর চেয়ারম্যান মন্টু মোবাইলটি উদ্ধার করে ফেরত দেন।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ করিম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই এলাকায় পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।