বিনা নোটিশেই হঠাৎ করে ইউক্রেন থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষের আশঙ্কায় সব সেনা সরিয়ে নেয়া হচ্ছে। ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। খবর দ্যা ইন্ডিপেন্টের। ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা।
উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে সরে যেতে বলেছে লন্ডন। এদিকে, ব্রিটেনের হাউস অব কমন্সের প্রতিরক্ষা কমিশনের প্রধান তুবিয়াস এলোড যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের পতন ঘটলে অস্থিতিশীলতার নয়া অধ্যায় শুরু হবে।
বর্তমানে চীন-রাশিয়া ফ্রন্ট শক্তিশালী হচ্ছে এবং পাশ্চাত্য দুর্বল হয়ে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ বলছে, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। কিন্তু রাশিয়া এ ধরণের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, হামলার কোনো ইচ্ছাই তাদের নেই। তবে রুশ সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবেই মনে করে মস্কো।