ইউক্রেন দাবি করেছে যে তাদের দেশে রাশিয়া গত ২৪ ঘণ্টায় ১৩০বার হামলা করেছে। মূলত, যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনে এসব হামলা হয়েছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব রুশ হামলা প্রতিহত করেছে।
সোমবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, ‘গত ২৪ ঘণ্টায় ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সৈন্যরা ফ্রন্ট লাইনের যুদ্ধের সময় এসব রাশিয়ান হামলাকে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে।’
দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতি অনুসারে, ‘ইউক্রেনের কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক অঞ্চলে হামলা করেছে রাশিয়ান সেনারা। এ সময় তারা বিভিন্ন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। তারা চেয়েছে ওই অঞ্চলগুলোর কিছু অংশ দখল করতে।’
ওই বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের সৈন্যরা ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করেছে।’
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদেশ রাশিয়ান সেনাবাহিনী ও তাদের সামরিক সরঞ্জামের ওপর ১৮বার বিমান হামলা চালিয়েছে।’
তারা আরও জানিয়েছে, ‘রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের বাখমুত শহরকে ঘিরে ফেলার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ শহরটি একটি বড় পরিবহন কেন্দ্র। বাখমুত শহর দিয়ে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করা হয়।’