রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য ইয়েমেন থেকে শত শত লোককে নিয়োগ দিচ্ছে বলে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ইয়েমেনি যুবকদের কাজ দেওয়ার কথা বলে প্রথমে রাশিয়ায় আনা হয়। পরে সেখান থেকে তাদের ইউক্রেনের রণক্ষেত্রে পাঠানো হচ্ছে। যেখানে তাদের অনেকটা জোরপূর্বক সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হয় এবং সামনের সারিতে যোদ্ধে পাঠানো হয়।খবর টাইমস অব ইসরায়েলের।
নিয়োগকারীরা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে একটি হুথি-সমর্থিত প্রতিষ্ঠানের মাধ্যমে ইয়েমেনি যুবকদের রাশিয়া পাঠায়। তাদের উচ্চ বেতন এবং এমনকি রাশিয়ার নাগরিকত্ব এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
গত মাসে, পশ্চিমা গণমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের ইসরায়েলি জাহাজ শনাক্ত করতে সহায়তা করার জন্য স্যাটেলাইট ডেটা সরবরাহ করেছে রাশিয়া।
ইরান-সমর্থিত হুথিরা, যারা ইয়েমেনের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করছে, তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে।
তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে।