এবার ইউক্রেনের বিরুদ্ধে রুশ শহরে হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ ব্রায়ানস্ক অঞ্চলে উগ্রবাদী হামলা করেছে ইউক্রেন। ওই সময় একটি ইউক্রেনীয় নাশকতাকারী গোষ্ঠী রুশ বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছিল।’ রুশ প্রেসিডেন্ট তাদের নিশ্চিহ্ন করারও অঙ্গীকার করেছেন।
মস্কো বলেছে, ‘ইউক্রেনীয়রা সীমান্ত অতিক্রম করে রুশ শহরে এসে একটি গাড়িতে গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে। ওই সময় তারা এক শিশুকে আহত করেছে এবং একটি দোকানে রাশিয়ানদের জিম্মি করেছে।’
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের প্রতিহত করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘জানমালের ক্ষতি এড়াতে ও বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে শত্রুদের ইউক্রেনের ভূখণ্ডে তাড়িয়ে দেওয়া হয়েছে।’
এফএসবি আরও জানায়, ওই সংঘবদ্ধ দলটি রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তারা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রেখে গেছে।
এদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা ‘উত্তেজনা’ তৈরির অভিযোগ আনলেও ইঙ্গিত দিয়েছে যে রুশ সরকারবিরোধী পক্ষের লোকজনের মাধ্যমে এ ধরনের হামলা চালানো হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জেষ্ঠ্য উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এ বিষয়ে টুইটার বার্তায় বলেন, ‘ইউক্রেনের অন্তর্ঘাতী দলের রাশিয়ান ফেডারেশনে হামলার গল্পটি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত উস্কানি।’