টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআরএস সিস্টেম থাকছে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে।
বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস। তাছাড়াও ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস প্রোভাইডারদের সঙ্গে সরাসরি চুক্তির পরিকল্পনার কথা ভাবছে বিসিবি।’
সুজন জানান, ‘আমাদের চেষ্টা ছিল ঘরোয়া টুর্নামেন্টে ডিআরএস নিশ্চিত করার। আমরা আগে প্রোডাকশনকে দায়িত্ব দিয়েছিলাম। এ ব্যাপারটি থেকে বেরিয়ে এসেছি। লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছি আমরা। যারা ডিআরএস প্রোভাইড করে তাদের সঙ্গে। আমাদের অন্তত ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘ চুক্তি। ভবিষ্যতে যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।’
এদিকে আগামী ১ মার্চ ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে সাকিব-তামিমরা। এরপর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
একনজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচী:
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি
১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি
৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা
১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা
১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা