দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। পচেস্ট্রোমে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ইংলিশদের দেওয়া ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাপটের সঙ্গে জিতেছে সেফালি বার্মার দল।
ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশ ক্রিকেটাররা। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে গ্রেস স্ক্রিভেন্সের দল।
ভেঙে পড়া দলকে আর টেনে তুলতে পারেনি ইংলিশ মেয়েরা। ভারতীয় বোলারদের তোপে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৬৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৭ উইকেটের জয়ে প্রথম বিশ্বকাপে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস রচনা করল সেফালি বার্মারা।
ভারতের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন গুনগাদি তৃষা।