ঢাকার ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে এসে তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের কিছু সমর্থক। এসময় তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দেন ছাত্র-জনতা। এরপর একটি কলেজের ভেতর রেখে দুপুরের দিকে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতর থেকে বের করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় ছাত্র-জনতা।
এর আগে সকাল থেকে যারা ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে এসেছেন প্রত্যেকে তোপের মুখে পড়েন ছাত্র-জনতার। অনেককে মারধর করা হয়। পরে তাদেরকে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে রাখা হয়েছিল। এরপর দুপুরে সেনাবাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়। দুপুর একটার দিকে সেনাবাহিনীর চারটি গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় সেনা সদস্যরা।
সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ১৭ জন নারী সদস্য ছিল বলে জানা গেছে। তাদের অনেকেই মহিলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
রুবেল নামে এক শিক্ষার্থী জানান, তারা প্রত্যেকে ধানমন্ডি ৩২ এলাকায় শ্রদ্ধা জানাতে এসেছিল। কিন্তু ছাত্র জনতা বাধা দিলে তারা মারমুখী আচরণ করে। পরে তাদেরকে আটক করে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে রাখা হয়েছিল। দুপুরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।