বরিশাল ও খুলনা বিভাগের আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২২ অক্টোবর শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
বরিশাল বিভাগের প্রার্থীদের তালিকা
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুরে মো. মইনুল ইসলাম, নাচনাপাড়ায় মো. ফরিদ মিয়া, চরদুয়ানীতে মো. আবদুর রহমান, পাথরঘাটায় মো. আলমগীর হোসেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীতে কাজী মো. মিজানুর রহমান, মির্জাগঞ্জে মো. মনিরুল হক, আমড়াগাছিয়ায় সুলতান আহমেদ, দেউলিসুবিদখালীতে মোহাম্মাদ আনোয়ার হোসেন খান, কাকড়াবুনিয়ায় মো. মাহাবুব আলম (স্বপন), মজিদবাড়ীয়ায় মো. গোলাম সরওয়ার কিচলু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, ঢালচরে আবদুছ সালাম হাওরাদার, আবুবকরপুরে মো. সিরাজ জমদার, আব্দুল্লাহপুরে মোহাম্মদ আলে এমরান, ওসমানগঞ্জে আশরাফুল আলম, চর মানিকায় শফিউল্যাহ হাওলাদার, রসুলপুরে মো. জহিরুল ইসলাম পন্ডিত, চর কুকরীমুকরীতে আবুল হাসেম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে অমল মল্লিক, বামরাইলে মো. ইউছুব হাওলাদার, গুঠিয়ায় আবদুস সাত্তার মোল্লা, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে মুহাম্মদ আক্তার-উজ-জামান, বাটামারায় মো. সালাহ উদ্দিন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ছয়নারঘুনাথপুর ইউনিয়নে এইচ এম আর কে খোকন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে মো. মাহমুদ খাঁন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
খুলনা বিভাগের প্রার্থীদের তালিকা
মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে মো. ইদ্রিস আলী, বুড়িপোতা ইউনিয়নে মো. শাহ্ জামান, গাংনী উপজেলার কাজীপুরে মো. রেজাউল হক, ষোলটাকায় মো. দেলবার হোসেন, ধানখোলায় মো. আব্দুর রাজ্জাক, রায়পুরে মো. গোলাম সাক লায়েন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে মো. আশরাফুজ্জামান, খাস মথুরাপুরে সর্দ্দার হাশিম উদ্দিন, ফিলিপনগরে এ, কে, এম, ফজলুল হক, মরিচায় মো. শাহ্ আলমগীর, রামকৃষ্ণপুরে মো. সিরাজ মন্ডল, চিলমারিতে সৈয়দ আহম্মেদ, হোগলবাড়িয়ায় মো. সেলিম চৌধুরী, পিয়ারপুরে আবু ইউসুফ লালু, রিফাইতপুরে মো. জামিরুল ইসলাম, দৌলতপুরে মো. মহিউল ইসলাম, আদাবাড়িয়ায় মো. মকবুল হোসেন, বোয়ালিয়ায় মো. মহিউদ্দীন বিশ্বাস, খলিশাকুন্ডিতে সিরাজুল বিশ্বাস, আড়িয়ায় সাইদ আনছারী চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় মো. নাহিদ হাসনাত, হারদীতে মো. নুরুল ইসলাম, কুমারীতে মো. আবু সাইদ, বাড়াদীতে মো. আশাবুল হক, গাংনীতে মো. এমদাদুল হক, খাদিমপুরে মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, জেহালায় মো. হাসান উজ্জামান, বেলগাছিতে শ্রী সমীর কুমার দে, ডাউকীতে মো. তরিকুল ইসলাম, জামজামীতে মো. নজরুল ইসলাম, খাসকররায় মো. মোস্তাফিজুর রহমান, চিৎলাতে খোন্দকার আ. বাতেন, কালিদাশপুর মো. জয়নাল আবেদীন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে মো. নওশের আলী, দোড়ায় মো. কাবিল উদ্দীন বিশ্বাস, কুশনায় মো. আব্দুল হান্নান, বলুহারে আ. মতিন, এলাঙ্গীতে মো. মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে ওহিদুল ইসলাম, জামারে মো. মোদাচ্ছের হোসেন, কোলায় মো. মনোয়ার হোসেন, নিয়ামতপুরে মো. রাজু আহাম্মেদ, শিমলা রোকনপুরে মো. নাছির উদ্দীন, ত্রিলোচনপুরে মো. নজরুল ইসলাম, রায়গ্রামে মো. আলী হোসেন, মালিয়াটে মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রবাজারে আবুল কালাম আজাদ, কাষ্টভাংগাতে মো. আয়ুব হোসেন খান, রাখালগাছিতে মো. মহিদুল ইসলাম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
যশোর জেলার শার্শা উপজেলার ডিহিতে মো. আসাদুজ্জামান, লক্ষণপুরে মোছা. আনোয়ারা খাতুন, বাহাদুরপুরে মো. মিজানুর রহমান, পুটখালীতে মো. আ. গফফার সরদার, গোগাতে মো. আব্দুর রশিদ, কায়বাতে হাসান ফিরোজ আহমেদ, বাগআঁচড়াতে মো. ইলিয়াছ কবির (বকুল), উলশীতে মো. আয়নাল হক, শার্শায় কবির উদ্দীন আহম্মদ, নিজামপুরে মো. আব্দুল ওহাব, বাঘারপাড়া উপজেলার জহরপুরে মো. আসাদুজ্জামান, বন্দবিলাতে সনজীত কুমার বিশ্বাস, রায়পুরে মো. বিল্লাল হোসেন, নারিকেল বাড়ীয়ায় বাবলু কুমার সাহা, ধলগ্রামে মো. রবিউল ইসলাম, দোহাকুলাতে মো. ওয়াহিদুর রহমান/ আবু মোতালেব, দরাজহাটে মো. জাকির হোসেন, বাসুয়াড়ীতে মো. আমিনুর সরদার, জামদিয়ায় শেখ আরিফুল ইসলাম তিব্বত, মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মো. হাফিজ উদ্দীন, কাশিমনগরে মো. তৌহিদুর রহমান, ভোজগাতীতে আছমা তুন্নাহার, ঢাকুরিয়ায় মো. এরশাদ আলী সরদার, হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে, মনিরামপুরে মো. এয়াকুব আলী, খেদাপাড়ায় মো. আব্দুল আলীম, ঝাঁপায় মো. সামছুল হক, মশ্বিমনগরে মো. আবুল হোসেন, চালুয়াহাটিতে মো. আবুল ইসলাম, শ্যামকুড়ে মো. আলমগীর হোসেন, খাঁনপুরে মো. আবুল কালাম আজাদ, দূর্বাডাঙ্গায় মো. মাযাহারুল আনোয়ার, কুলটিয়ায় শেখর চন্দ্র রায়, নেহালপুরে এম, এম, ফারুক হুসাইন, মনোহরপুরে মো. মশিয়ুর রহমান চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে মীর মো. সাজজাদ আলী, বিনোদপুরে শিকদার মিজানুর রহমান, দীঘায় মো. খোকন মিয়া, রাজাপুরে মো. মিজানুর রহমান বিশ্বাস, বালিদিয়ায় মো. আবুল কালাম ফকির, মহম্মদপুরে রাবেয়া বেগম, পলাশবাড়ীয়ায় মো. আলা উদ্দীন মাহমুদ, নহাটাতে মো. আলী মিয়া, শালিখা উপজেলার ধনেশ্বরগাতীতে শ্রী বিমলেন্দু শিকদার, তালখড়িতে মো. সিরাজ উদ্দিন মন্ডল, আড়পাড়ায় মুন্সী আবু হানিফ, শতখালীতে মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখায় মো. বাবলু হোসেন, বুনাগাতীতে মো. বক্তিয়ার উদ্দিন, গঙ্গারামপুরে মো. আব্দুল হালিম মোল্লা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নে তারা মিয়া সরদার, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, হামিদপুরে পলি বেগম, সালামাবাদে শামীম আহম্মেদ, চাচুড়িতে মো. সিরাজুল ইসলাম হিরক, ইলায়াছাবাদে ফিরোজ মল্লিক, মাউলীতে রোজী হক, খাশিয়ালে মোসা. হালিমা বেগম, জয়নগরে মুন্সী আনোয়ার হোসেন, কলাবাড়িয়ায় তালুকদার রবিউল হাসান, বাঐসোনাতে শাহ মো. ফোরকান মোল্যা, পহরডাঙ্গায় নির্মল বিশ্বাস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
খুলনা জেলার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন রায়, বারাসাতে কে এম আলমগীর হোসেন, সাচিয়াদাহে মো. বুলবুল আহমেদ, তেরখাদায় এফ, এম অহিদুজ্জামান, ছাগলাদাহে আ. শুকুর শেখ, মধুপুরে মো. মোহসিন, রূপসা উপজেলার ঘাটভোটে সাধন অধিকারী চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়ায় মো. আসাদুল ইসলাম, পারুলিয়ায় মো. সাইফুল ইসলাম, সখিপুরে শেখ ফারুক হোসেন, নওয়াপাড়ায় মো. আলমগীর হোসেন, দেবহাটায় আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে শ্যামলী অধিকারী, বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দীন, চাম্পাফুলে মো. মোজাম্মেল হক, দক্ষিণশ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল, কুশুলিয়ায় শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, নলতায় মো. আবুল হোসেন, তারালীতে মো. এনামুল হোসেন, ভাড়াশিমলায় মো. আবুল হোসেন, মথুরেশপুরে ফিরোজ আহমেদ, ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন, রতনপুরে এম, আলীম আল রাজী, মৌতলায় মো. রুহুল আমিন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন