চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকি থেকে আলহাজ (১৪) নামেও এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর আশ্রয়ণ প্রকল্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলহাজ হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে।
সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এর আগে শুক্রবার রাতে আলহাজ নিখোঁজ ছিল।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।