মিনিস্টার গ্রুপ ঢাকার সামনে সমীকরণ ছিল এমন যে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। প্লে-অফে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গতকাল সিলেটে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে পরাজিত করেছে ঢাকা।
এই জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল ঢাকা। ৯ ম্যাচে তাদের জয় ৪টি এবং ৯ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিরুদ্ধে খেলবে ঢাকা। প্লে-অফে খেলতে ঐ ম্যাচও জিততে হবে মাহমুদউল্লাহ-তামিমদের। যদিও ইনফর্ম বরিশালের সামনে বড় পরীক্ষা দিতে হবে ঢাকাকে। অবশ্য দুই দলের প্রথম সাক্ষাতে গত ২৪ জানুয়ারি জিতেছিল ঢাকা।
জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে ঢাকা। দলীয় ১২ রানে দুই ওপেনার তামিম, ইমরানুজ্জামান বিদায়ের পর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ-জহুরুল ৫৭ রানের জুটি গড়েন। তারা ফিরলেও শুভাগত, শামসুর জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। জহুরুল ৩০, মাহমুদউল্লাহ ৩৪, শামসুর ১৪ বলে ২৫, শুভাগত হোম অপরাজিত ১৮, ওমরজাই অপরাজিত ১০ রান করেন। খুলনার থিসেরা পেরেরা ২টি, নাবিল সামাদ, রুয়েল মিয়া ও খালেদ আহমেদ ১টি করে উইকেট পান। ১৫ রানে ২ উইকেট নিয়ে ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি ম্যাচ সেরা হন।