শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আলাস্কা উপদ্বীপ। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ৯.৩ কিলোমিটার গভীরে। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। খবর রয়টার্সের
আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৯৫৯ খ্রীস্টাব্দের ৩ জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়। আলাস্কা শব্দটি আলিউট আলিয়েস্কা ভাষা হতে নেয়া, যার অর্থ বিশাল বা মহান দেশ বা ভূখণ্ড।
১৮৬৭ সালের মার্চে আমেরিকান সিনেট একটি চুক্তি অনুমোদন করে যার মাধ্যমে তারা রুশ সাম্রাজ্য থেকে আলাস্কাকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়।
ওই চুক্তিনামায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এনড্রু জনসন।
রাশিয়া তার আলাস্কা রাজ্যাংশ বিক্রি করতে চেয়েছিল। এর কারণ হলো আলাস্কাতে বসবাস করা ছিল কষ্টসাধ্য। তাছাড়া আলাস্কাতে কোন প্রাকৃতিক সম্পদ তখনও আবিষ্কৃত হয়নি (যদিও পরবর্তীকালে প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়)।
আলাস্কার আয়তন ৫ লাখ ৮৬ হাজার ৪১২ বর্গমাইল (১৫ লাখ ১৮ হাজার বর্গ কিলোমিটার)। আলাস্কা ক্রয়ের মাধ্যমে এই বিশাল পরিমাণ অঞ্চল আমেরিকান ভূখণ্ডের সাথে যুক্ত হয় এবং আমেরিকার আয়তন বৃদ্ধি পায়। মাত্র ৭.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা এই ভূখণ্ড ক্রয় করে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী তৎকালীন ৭.২ মিলিয়ন মার্কিন ডলারের বাজারদর ১০৫ মিলিয়ন মার্কিন ডলার মাত্র।
আলাস্কাকে প্রথমে আমেরিকার একটি অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধের পর ১৯৫৯ সালে আলাস্কাকে (অঙ্গরাজ্য) মর্যাদা দেওয়া হয়।
২০২১ সালের হিসাব অনুযায়ী, আলাস্কায় প্রায় ৭ লাখ ৩২ হাজার মানুষ বসবাস করে।