আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ক্যারিয়ারে একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপের সোনালী ট্রফি ছোয়ার। কাতার বিশ্বকাপে সেই অপ্রাপ্তির পূর্নতা দিয়েছে এই ক্ষুদে জাদুকর। ৩৬ বছর পর লাতিন আমেরিকার দেশটিকে এনে দিয়েছে বিশ্বকাপ শিরোপা।
এছাড়া পুরো বিশ্বকাপ সময় জুড়ে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে ছিল সরব। অপরদিকে ভেসেছে লাতিন দেশটির বন্দনায়। যে খবর পৌঁছে গিয়েছিল মেসির দেশেও। সেই উন্মাদনা মাথায় রেখেই মেসিকে আবারও ঢাকায় আনতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষ সেই সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে মেসিসহ পুরো আর্জেন্টিনা বাংলাদেশে আসবে জুনে।
এই নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানায়, মেসিসহ বাংলাদেশে আর্জেন্টিনা দলকে নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
এ বিষয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’
অপরদিকে স্টেডিয়ামের বর্তমান যে অবস্থা তাতে বাহিরে দেশে ফুটবলার এসে কিভাবে খেলবে এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছ জরুরিভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।’
এছাড়া প্রশ্ন আসে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে কারা খেলবেন, সেই প্রশ্ন জবাবে বাফুফে সভাপতি জানান, ‘আর্জেন্টিনা ওদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’
এদিকে আর্জেন্টিনা ফুটবল দলের ঢাকায় আসার বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে প্রেস কনফারেন্স ডেকেছে বাফুফে। সেখানে ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।