ভয়াবহ দাবানলে পুড়ছে চিলির দক্ষিণাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার একর বনভূমি। আরেক লাতিন দেশ আর্জেন্টিনার পাতাগোনিয়াতেও জ্বলছে দাবানল। প্রায় ৫শ কিলোমিটার এলাকাজুড়ে সক্রিয় পাতাগোনিয়ার আগুন। দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, অন্তত ১৯টি স্থানে জ্বলছে ওই আগুন। ঝুঁকির মুখে রয়েছে আশপাশের আরও ৩৫টি এলাকা। দাবানলের প্রভাবে পুড়ে ছাই হয়ে গেছে গাছপালা। জীবন বাঁচাতে দিগবিদিক ছুটছে বন্য প্রাণীরা।
নুবল অঞ্চলে লোকালয়েও ছড়িয়ে পড়েছে আগুন। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। পুরোপুরি নিঃস্ব হয়েছে নুবলের কয়েকশ মানুষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। চারটি বিমান ও ৫টি হেলিকপ্টার নিয়ে চলছে অভিযান। অন্যদিকে আর্জেন্টিনার পাতাগোনিয়ার দাবানলে প্রায় ৫শ কিলোমিটার এলাকাজুড়ে জ্বলছে আগুন। আশপাশের প্রায় ২ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ২ শতাধিক কর্মী, নয়টি বিমান ও আটটি হেলিকপ্টার কাজ করছে অভিযানে।