কাতারের ২০২২ বিশ্বকাপে দীর্ঘ ৩ যুগের অপেক্ষার পালা শেষ করে বিশ্বকাপ জয়ী হয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির এমন অর্জনে পূর্ণতা পেয়েছে ফুটবল জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ার। আলবিসেলেস্তেদের হয়ে বিশ্বকাপজয়ী সে দলে ছিলেন হুলিয়ান আলভারেজ। সোনালি ট্রফি জয়ের যাত্রায় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। শেষ ষোলোয় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল সহ টুর্নামেন্টে মোট চার গোল করে জাতীয় বীরে পরিণত হন তিনি। বিশ্বসেরা হবার রোমাঞ্চ কাটতে না কাটতেই আবার শিরোপার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন, আর তাতে গড়েছেন এক রেকর্ডও।
গত বছরের শুরুর দিকেও আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলতেন আলভারেজ। একই মাসে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে, হয়ে যান ম্যানচেস্টার সিটির ফুটবলার। দলটির হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও নিজের প্রতিভার জানান দিয়েছেন সবসময়। তাইতো, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগও হয় তার।
বিশ্বকাপে আলভারেজের অবদান অনস্বীকার্্য। চার গোল করে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ক্লবা ফুটবলে সিটির হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও আকাশী নীল জার্সিতে করেছেন ১৭ গোল। এ মৌসুমে ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতাও তিনিই। আর কাল ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
আলভারেজই একমাত্র ফুটবলার যিনি এক মৌসুমে বিশ্বকাপ জয় সহ চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ এবং ঘরোয়া কাপের শিরোপা জিতেছেন। একসাথে এ চার ট্রফি এর আগে জিতেনি আর কোনো ফুটবলারই। এ মৌসুমে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর এফএ কাপ চ্যাম্পিয়নও হয়েছে সিটি। আর কাল ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর তাতেই এ বিশ্ব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা।
আলভারেজের আগে আরও ৯ জন ফুটবলার একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও কেউই ঘরোয়া কাপ জিততে পারেননি। ইতিহাসের দশম ফুটবলার হিসেবে এ দুই শিরোপা এক মৌসুমে জিতলেন আলভারেজ। তবে কাল ম্যানসিটির বদলে ইন্টার চ্যাম্পিয়ন হলে এমন কৃতিত্ব গড়তেন লাউতারো মার্তিনেজ। সিরি আ তে খেলে এ স্ট্রাইকারও যে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলে।