নারী কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে কলম্বিয়া। তবে চাপে পড়া আর্জেন্টিনা বল জালে জড়াতে দেয়নি। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে নির্ধারিত পাঁচটি শটে দুই দলই ৪টি করে গোল করে। এখানেও ড্র হলে শুরু হয় বাঁচা মরার লড়াই। ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা বল জালে জড়ান। কিন্তু মিস করে বসেন আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে। এতই ৫–৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে কলম্বিয়া।
কলম্বিয়াকে হারিয়েই গত বছর টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা পুরুষ দল। এবার কলম্বিয়ার নারীরা যেনো তার প্রতিশোধই নিল তাদের নারী দলকে হারিয়ে। কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও নিশ্চিত করেছে তারা। অলিম্পিকে অংশ নেবে মোট ১৬টি দল।
আগামীকাল (৩০ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। রোববার ৩ আগস্ট মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টটিতে সর্বশেষ ৪ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
মেয়েদের কোপা আমেরিকার দশম আসর এটি। দক্ষিণ আমেরিকার নারীদের এই টুর্নামেন্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল এবং একবার ২০০৬ সালে ঘরের মাটিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।