বিনোদন অঙ্গনের তারকাদের রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। আসাদুজ্জামান নূর, সুবর্ণা মোস্তফা থেকে অনেকেই আছেন এ তালিকায়। এবার আরিফিন শুভও কথা বললেন বিষয়টি নিয়ে।
সম্প্রতি মুক্তি পেয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা বড় পর্দায় তুলে ধরার প্রয়াসে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভ। এরপর থেকেই অনুরাগীদের অনেকের প্রশ্ন শুভ রাজনীতিতে আসবেন কি না?
শুভ জানিয়েছেন অভিনয়টা নিয়েই থাকতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নেশা পেশা অভিনয়। আমি অভিনয় নিয়ে থাকতে চাই।’
‘মুজিব সিনেমায় যুক্ত হওয়ার গল্প শুনতে চান এক নেটিজেন। শুভ জানান, তার কাছে প্রথম অফার আসেনি। অডিশনের অফার এসেছিল। বলেন, ‘ভারতে ২ বার এবং বাংলাদেশে ৩বার মোট ৫বার অডিশন দেয়ার পর আমাকে নির্বাচিত করা হয়।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণ করেছেন বলিউডের বায়োপিক মাস্টার খ্যাত শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।
আরিফিন শুভ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।