আরটিভি চতুর্থবারের মতো প্রদান করল ‘আরটিভি প্রেরণা পদক ২০২১’। এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁও বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ শিশু-কিশোর, প্রতিবন্ধী মানুষ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান চর্চায় অবদান রেখে চলেছেন তাদের মধ্য থেকে ৩ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।আরটিভি প্রেরণা পদক ২০২১ অর্জন করেছেন সরেরহাট কল্যাণী শিশু সদন (সমাজসেবা), দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম (অদম্য মেধাবী), বাংলাদেশ সায়েন্স সোসাইটি (বিজ্ঞান চর্চা), প্রিয়াংকা ভদ্র (অদম্য সাহসী তরুণী), কিশোর দাবাড়ু তাহসিন আজওয়ার জিয়া (ক্রীড়া) ও ‘টইটম্বুর’ মাসিক শিশু-কিশোর পত্রিকা (প্রকাশনা)।
এ উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতি বছর বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতাসহ বিভিন্ন কারণে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বাস্তুহারা হচ্ছেন। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তবে সমাজের কিছু মানুষ এবং প্রতিষ্ঠান নীরবে নিভৃতে এই তরুণদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিবেদিতপ্রাণ এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাত ধরে পিছিয়ে পড়া তরুণরা দারিদ্র এবং বৈষম্যের চক্র ভেদ করতে সক্ষম হচ্ছে; যা আমাদের আশাবাদী করে। আমরা সমাজ সংস্কারক এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই প্রতিবছর ৩টি প্রতিষ্ঠান এবং ৩ জন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি ‘আরটিভি প্রেরণা পদক ২০২১’।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রমুখ। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নীল হূরের জাহান। অনুষ্ঠানের মাঝে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে ২টি, হৃদি শেখ ও ঈগল ডান্স কোম্পানির পরিবেশনায় ১টি নৃত্য প্রদর্শন করা হয়। গান পরিবেশন করেন ফ্যামিলি ব্যান্ড অ্যাসেইস। যাদু পরিবেশন করেন অনিক ও তৃষা। পুরো আয়োজনটি আরটিভির পর্দায় এবং আরটিভি ইউটিউবে প্রচার করা হয় ২৪ ডিসেম্বর।