আরও বহু মাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হামাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, হামাস তেহরানকে এই তথ্য দিয়েছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও বহু মাস ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা তাদের রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের ধর্মীয় নগরী কোমের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন।
ইসরায়েল এ পর্যন্ত গাজা যুদ্ধের লক্ষ্য কয়েকবার পরিবর্তন করেছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
তিনি বলেন, গাজা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে এই যে এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ হোয়াইট হাউজের সঙ্গে ওই ভবনের সিদ্ধান্ত গ্রহণকারী অষ্টম তলার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে এই নিয়ে যে তারা কেন ইসরায়েলকে এতটা উচ্চ মাত্রায় সহায়তা দেবে?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস নামক একটি বেসরকারি আন্দোলন ১৬ বছর ধরে অবরুদ্ধ থাকার পরও আজ এমন একটি জায়গায়ে পৌঁছেছে – যেখানে দাঁড়িয়ে এটি আলোচনার টেবিলে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছে। অথচ এটির যোদ্ধার সংখ্যা সর্বোচ্চ মাত্র ৩০ হাজার থেকে ৪০ হাজার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ৭ অক্টোবরের পর থেকে ওয়াশিংটন এ পর্যন্ত বারবার তেহরানকে এই বার্তা দিচ্ছে যে ইরান যেন এ সংঘাত থেকে দূরে থাকে। সেইসঙ্গে তারা ইরানের প্রক্সি গ্রুপগুলোকে চুপ থাকতে বলার জন্য তেহরানকে অনুরোধ করছে।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমরা তাদেরকে প্রতিবার বলেছি, আমরা সংঘাতের বিস্তার চাই না। কিন্তু তোমরা মিথ্যা বলছো। তোমরা যদি সত্যিই যুদ্ধের বিস্তার না চাইতে তাহলে গাজা নামক একটি অবরুদ্ধ ভূখণ্ডে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলে সমরাস্ত্রের ঢল নামিয়ে দিতে না।