দেশের একাধিক অঞ্চলে বয়ে যাওয়া দাবদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না। আরও কয়েকদিন এমন উত্তপ্ত আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে বিভিন্ন এলাকায় দাবদাহ অব্যাহত থাকবে। কেবল বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে। কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরিফ হোসেন বলেন, সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হলেই আমরা বলি মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। সে হিসেবে দেশের একাধিক স্থানে এখন দাবদাহ বয়ে যাচ্ছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দাবদাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে ঢাকা (৩৬.৮), টাঙ্গাইল (৩৬.৫), ফরিদপুর (৩৬.৭), মাদারিপুর (৩৭), গোপালগঞ্জ (৩৭.৫), চট্টগ্রাম (৩৬.৫), সন্দীপে (৩৭.২), রাঙ্গামাটি (৩৭.৫), কুমিল্লা (৩৬), চাঁদপুর (৩৬.৪), মাইজদীকোর্ট (৩৬), ফেনী (৩৭), হাতিয়া (৩৬), কক্সবাজার ((৩৬.৫), সিলেট (৩৬.৩), শ্রীমঙ্গল (৩৬), রাজশাহী (৩৭), ঈশ্বরদী (৩৬.৮), সৈয়দপুর (৩৬.১), খুলনা (৩৭), মোংলা (৩৭.২), যশোর (৩৭.৪), চুয়াডাঙ্গা (৩৬.৬), কুমারখালী (৩৬.৮), বরিশাল (৩৬.৭), পটুয়াখালী (৩৭.৪), খেপুপাড়া (৩৭.৮) ও ভোলা (৩৬.২)।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।