সদ্য মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসে সুনামি বইয়ে দিচ্ছে । শুক্রবার (২৫ মার্চ) বিশ্বব্যাপী ৮ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। আর প্রথম দিনেই অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। এদিন বিশ্বব্যাপী প্রায় ২৪০ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে ‘আরআরআর’। কেবল তেলেগু ভার্সনেই সিনেমাটি ১২০ কোটি রুপির মতো আয় করেছে। এছাড়া তামিলে ১০ কোটি, হিন্দিতে প্রায় ২৫ কোটি, কন্নড় ভাষায় ১৪ কোটি ও মালায়লাম ভাষায় ৪ কোটি আয় করেছে।
কেবল ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও অবিশ্বাস্য দাপট দেখাচ্ছে ‘আরআরআর’। উত্তর আমেরিকায় রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে প্রথম দিনে। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির প্রথম দিনের আয় ২৬ কোটি ৪৬ লাখ রুপি। এর আগে কোনো ভারতীয় সিনেমা উত্তর আমেরিকায় একদিনে এত বেশি আয় করতে পারেনি।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশেও প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছে সিনেমাটি। যদিও এখনো আয়ের সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি, তবে বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, অতীতের সব রেকর্ড গুঁড়িয়ে দেবে ‘আরআরআর’।
প্রসঙ্গত, এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। এটি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।
উল্লেখ্য, ‘আরআরআর’ নির্মাণ করেছেন ‘বাহুবলী’ খ্যাত মাস্টারমেকার এস এস রাজামৌলি। প্রায় ৫০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন, আলিয়া ভাট প্রমুখ।