করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বকে বাধ্যতামূলক বলছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যারা করোনা টিকার দুই ডোজ নিয়েছেন তারা মাস্ক ছাড়াই বাইরে যেতে পারবেন, তবে জনসমাগম হয় এমন স্থানে তা কার্যকর হবে না। এছাড়া টিকা নেননি এমন ব্যক্তিরাও কিছু ক্ষেত্রে মাস্ক না পরে থাকতে পারবেন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জনের। দীর্ঘদিন ধরেই আমেরিকানরা করোনাকালীন বিধিনিষেধের অবসাদে ভুগছেন। তাই স্বাভাবিক জীবন যাবনে ফেরাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক নতুন নির্দেশনা জারি করে। যেখানে বলা হয়, যারা ফাইজার ও মডার্নার দুই ডোজ অথবা জনসন এন্ড জনসনের একটি ডোজও নেননি তারা রেস্তোরা, কনসার্টের মতো জনসমাগমে মাস্ক পরতে হবে।
এই নির্দেশনার অবশ্য অন্য উদ্দেশ্যও আছে। দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেকই টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। যদি টিকা গ্রহীতাদের স্বাভাবিক জীবনে ফেরানো যায় তবে অন্যরাও টিকা নিতে উৎসাহ পাবে।
এমন সিদ্ধান্ত স্বাগত জানিয়ে বার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক স্যাগ যেমন বলেছেন, আমরা ফের আগের মতো স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে পারব। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে সে দিকে এগুনোর একটা প্রচেষ্টা অন্তত শুরু হয়েছে।