লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? এটি যেন এখন কোটি ডলারের প্রশ্ন। কাতার বিশ্বকাপের আগে থেকেই বারবার সামনে আসছিল এ প্রসঙ্গ। সে সময় একাধিক সাক্ষাৎকারে মেসি নিজেই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় ইতি টেনে দেন। মেসির এ সিদ্ধান্ত নিয়ে তাঁর সতীর্থ কিংবা কাছের মানুষেরা তখন বিশেষ কোনো মন্তব্য করেননি। তবে কাতারে বিশ্বকাপ জয়ের পর জল্পনা শুরু হয় আরও একটি বার শিরোপার মঞ্চে দেখা যাবে লা পুলগাকে। কিন্তু সব ধোঁয়াশা দূর করলেন সাবেক পিএসজি তারকা। সেই সঙ্গে আর্জেন্টাইন ভক্তদের জন্য নিয়ে আসলেন দুঃসংবাদ।
চীনের টাইটান স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা মেসি জানিয়েছেন, আমার মনে হয় আমি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আমার শেষ বিশ্বকাপ খেলেছি।
টাইটান স্পোর্টসের সাঙ্গে সংলাপে মেসি বলেন, আমি আগেই বলেছি, আমি মনে করি না আমি পরের বিশ্বকাপে অংশ নেব। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমি এটা নিয়ে আমার মন পরিবর্তন করিনি। আমি অংশগ্রহণ করতে যাচ্ছি না।
মেসি আরও যোগ করে বলেন, আমি যে ক্যারিয়ার নিয়েছিলাম তার জন্য আমি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ, এবং এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকাপ অর্জনের। আমি মনে করি এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীনের বেইজিংয়ে লিওনিল স্কালোনির সদস্যরা পৌছালে টাইটান স্পোর্টসের সাঙ্গে সংলাপে এ কথা জানালে, আরও একটি প্রশ্ন উকি দিচ্ছে আর্জেন্টাইন ভক্তদের। তাহলে আসন্ন ২০২৪ সালের কোপা আমেরিকায়ও দেখা যাবে না ৩৫ বছর বয়সী লা পুলগাকে! কেননা এই তারকা টাইটানের সঙ্গে সংলাপে জানান, তিনি বিশ্বকাপ না খেললেও দলের সঙ্গে সমর্থক হিসেবে যাবেন।
এদিকে কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পরও খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। সে সময় জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। তবে ঠিক কতদিন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তা জানাননি এই আর্জেন্টাইন। তাহলে আলবিসেবেলস্তে ভক্তরা কি মেসির বড় মঞ্চের লড়াই দেখে ফেলেছেন ভক্তরা!