সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) সকালে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক হারুন অর রশীদ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঢাকা মেইলকে জানান, গতকাল আমিনবাজার এলাকায় ৩-৪টি ককটেল বিস্ফোরণ ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমসহ বিএনপির প্রায় ৪৫ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৯ জুলাই) গাবতলী এলাকায় বিএনপির ‘অবস্থান’ কর্মসূচি পালনের কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশের পক্ষ থেকে এ কর্মসূচির অনুমতি না থাকায়। সকাল থেকেই আমিনবাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সতর্ক অবস্থান নেয় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় দুপুর দুইটার দিকে আমিনিবাজারের মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে পরপর তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কাগজের ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ ৬টি বস্তু দেখতে পায়। পরে সেগুলো বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।