চিত্রনায়িকা একা ও পরীমণি গ্রেফতারের পর থেকে দেশের চলচিত্র জগতে এখন চলছে আলোচনা-সমালোচনা। এক ধরণের থমথমে অবস্থা বিরাজ করছে। উঠে আসছে ভেতর-বাইরের নানান ঘটনা। তবে এমন পরিস্থিতিতে খানিকটা বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এই অভিনেতার অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু ব্যাক্তি এবং কিছু অনলাইন পোর্টাল তার নাম উল্লেখ করে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। রবিবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগের কথা জানিয়েছেন সিয়াম।
ফেসবুকে দেওয়া এক স্টাটাসে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যাক্তি এবং কিছু তথাকথিত ভুইফোঁড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্যমাত্র যে সমস্ত গল্পগাঁথা, মিথ্যাচার ও নোংরামো’র মূলত কোনো-ভিত্তি-ই নেই। একজন সামান্য মিডিয়াকর্মী হিসেবে আমি প্রতিটি সময় চেষ্টা করি আমার শুভানুধ্যায়ী থেকে শুরু করে সম্মানিত সকল দর্শককে সুস্থ বিনোদন দেবার জন্য এবং তাঁদের জন্য আমার চেষ্টার শেষ নেই। সুস্থ সংস্কৃতি চর্চার আমার এই বিরামহীন প্রচেষ্টা সব সময় চলমান।
এই অভিনেতার কথায়, ‘সাম্প্রতিক সময়ে আমার ভক্ত-শুভাকাংখীরা কিছু বিষয়ে আমার দৃষ্টি আকর্ষন করেছেন। আগেই উল্লেখ করেছি কিছু ব্যাক্তি এবং কিছু তথাকথিত ভুইফোঁড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। আমি এইসব ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করছি।’
একজন ব্যাক্তির জীবন প্রশ্নবিদ্ধ করার অধিকার কেউ রাখতে পারেন না উল্লেখ করে সিয়াম লিখেছেন, ‘এই লেখাটির মাধ্যমে সে সমস্ত ব্যাক্তিদের কাছে আহবান করবো, আপনারা যারা এইসব কুৎসা, মিথ্যাচার, নোংরামো সামান্য হলেও একোমোডেট করেছেন কিংবা সেটির অংশ হয়েছেন (বুঝে কিংবা না বুঝে) দয়া করে আপনারা তা থেকে বিরত থাকুন। একজন ব্যাক্তির জীবন মিথ্যেভাবে প্রশ্নবিদ্ধ করবার সামান্য অধিকার আসলে কেউ রাখতে পারেন আমি তা কোনোভাবেই মনে করিনা। একই সাথে আমি এও মনে করিনা কারো বিরুদ্ধে মিথ্যাচার করা বা ছড়াবার কাজগুলো গৌরবের কোন সূত্রও হতে পারে। আমি আমার সমস্ত দর্শক, শুভানুধ্যায়ীদের অনুরোধ করব, আপনারা এইসব সাইবার বুলিইং এর বিরুদ্ধে সুতীব্র অবস্থান নিন এবং সাইবার বুলিদের ‘না’ বলুন।’