ফের বিতর্কের মুখে পড়েছেন সংগীতশিল্পী নোবেল। ফেসবুকে আপত্তিকর ভিডিও ও ছবি প্রকাশ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে নোবেলের দাবি, এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ফ্যানপেজটি হ্যাক করে অশালীন ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে সংবাদয়ামধ্যমকে নোবেল বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।’
তিনি আরও বলেন, আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।’
আজ শুক্রবার সকালে হঠাৎ নোবেলের ফেসবুক স্টোরিতে দেখা যায় একটি ভিডিও। সেখানে দেখা যায়, একজন পুরুষের ছবি দেখে নিজের শরীরের স্পর্শকাতর স্থানে হাত বুলাচ্ছেন এক নারী। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এছাড়া অশালীন ছবিও পোস্ট অরা হয়েছে পেজটি থেকে। প্রথম প্রথম অনেকেই ধরে নেন কাণ্ডটি নোবেলের। ফলে কটাক্ষে মেতে ওঠেন নেটাগরিকরা। তারপরই সংবাদমাধ্যমকে নোবেল জানালেন হ্যাকারদের কবলে পড়েছেন তিনি।