২৬ ডিসেম্বর নোয়াখালীর কবিরহাট উপজেলায়র ধানসিঁড়ি ইউনিয়নে এক মানববন্ধনে ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দিন বলেন, আমি নৌকা পেয়েছি। আমার প্রতি আওয়ামী লীগের সমর্থন ছিল। বিজ্ঞপ্তিতে আমার নাম এসেছে। টাকার কাছে কামাল উদ্দিনের নৌকা বিক্রি হয়েছে কামাল খানের কাছে। শুনেছি ৮০ লাখ টাকায় আমার নৌকা বিক্রি হয়ে গেছে।’
ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলীল বলেন, দলীয় মনোনয়ন নিয়ে যারা রাজনীতি করেছে তারা আওয়ামী লীগের সম্মানহানি করতে চাচ্ছে। আমাদের সবার দাবি কামাল উদ্দিনের নৌকা কামাল উদ্দিনকে ফিরিয়ে দেওয়া হোক।
ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক সাহাব উদ্দিন বলেন, কামাল খান ভারত থেকে এসেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন না। কোনো দিন আওয়ামী লীগে যোগদান করেন নাই। কিন্তু আজ তিনি নৌকা প্রতীক পেয়েছেন। এটা প্রকৃত আওয়ামী লীগের মানুষজনের জন্য লজ্জার বিষয়। আমরা চাই যিনি প্রকৃত আওয়ামী লীগ করেন তাকেই যেনো নৌকা প্রতীক ফিরিয়ে দেওয়া হয়।
নৌকা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে ধানসিঁড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বলেন, যেন সার্কাসের শেষ নেই। ‘কামাল উদ্দিন’ নাম হয়ে যাচ্ছে ‘কামাল খান’। এই কামাল খান কখনো আওয়ামী লীগ করেন নাই। তিনি ভারত থেকে এসেছেন। আমরা যারা আওয়ামী লীগ করি, এটা আমাদের জন্য খুব কষ্টের। অনেক ত্যাগী নেতাকর্মী থাকার পরও এমন কিছু আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।