সুপারস্টার বলতে তাকেই বোঝায় যার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে লাইন ধরেন দর্শক। যার সিনেমার মুক্তি উপলক্ষে চলে উৎসব। যার নামে সাদামাটা সিনেমাও হয়ে ওঠে দর্শকপ্রিয়। অনেকে মনে করেন, এই মুহূর্তে ঢালিউডে এরকম একজনই আছেন। তিনি সুপারস্টার শাকিব খান।
তবে অভিনেতা আফরান নিশো মানেন না বিষয়টি। তিনি সুপারস্টার বলতে বোঝেন হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা, বুলবুল আহমেদদের। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নিশো।
লোকে বলে বাংলাদেশের সুপারস্টার একজনই— শাকিব খান। আপনার কী মত? উত্তরে নিশো বলেন, ‘আমার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা, বুলবুল আহমেদরা সুপারস্টার।’
ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ছবিটি নিয়ে দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। এ প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। তার ভাষ্য, ‘এটা আমার কাছে প্রথম প্রেমের অনুভূতির মতো। বড় পর্দায় প্রথম ছবিই যে সিনেমাপ্রেমীরা এমন ভাবে গ্রহণ করবেন, তা অপ্রত্যাশিত ছিল। তাই এই মুহূর্তে আনন্দে ভাসছি।’
এই মুহূর্তে নিশো কলকাতায় আছেন। ২১ জুলাই সেখানে মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। এতে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।