রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। সে কারণেই চিরপ্রিদ্বন্দ্বী দুই দেশের লড়াই খুব একটা দেখার সুযোগ মেলে না ক্রিকেট ভক্তদের। একমাত্র আইসিসি ইভেন্টই ভরসা দুই দেশের দ্বৈরথ দেখার। এবার তেমনই এক আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানের নারী দল।
আজকে থেকে মাঠে গড়াতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের তৃতীয় দিন মাঠের লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তানের নারীরা। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুদল।
শক্তির বিচারে ভারতের নারী দলের চেয়ে যোজন যোজন পিছিয়ে পাকিস্তানের নারীরা। পরিসংখ্যানও কথা বলছে হারমানপ্রীত করদের হয়ে। এখন পর্যন্ত দুদলের ১৩ দেখায় ১০ বারই জিতেছে ভারতীয় নারীরা। তবে পাকিস্তান আত্মবিশ্বাস নিতে পারে দুদলের শেষ লড়াই থেকে। এশিয়া কাপে শেষ দেখায় ভারতকে হারিয়েছিল পাকিস্তানের নারীরা।
মাঠের লড়াইকে আরও উত্তপ্ত করতে পারে দুই দেশের বোর্ডের দ্বন্দ্ব। এবারের এশিয়া কাপ নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে তুমুল লড়াই। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছে ভারত। পাক বোর্ডও দিয়েছে হুংকার। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। দুই বোর্ডের মুখোমুখি অবস্থানের মধ্যে ১২ তারিখ মাঠে নামতে যাচ্ছে দেশ দুটির নারী দল।