বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার মাঝে ভারত সফর করার কথা ছিল আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচি আর ক্রিকেটারদের ধকল কমাতে ওয়ানডে সিরিজটি স্থগিত করার কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাতে করে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শ্রীলঙ্কা সফর শেষ করে বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানিস্তানের। একমাত্র টেস্ট খেলতে ১০ জুন বাংলাদেশের মাটিতে পা রাখার কথা তাদের। ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচটি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাওয়ার কথা আফগানিস্তানের।
সেখানে ভারতের বিপক্ষে ২০-৩০ জুনের মাঝে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। যদিও সেটি এখন হুমকির মুখে। কারণ ৭-১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে দেশে ফিরবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন ক্রিকেটাররা।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন রোহিতরা। এরপর সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের এবারের আসর। এমন ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের ধকল কমাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত করার কথা ভাবছে ভারত।
যদিও এখনও চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে অনুষ্ঠেয় বৈঠকের এক ফাঁকে এটি নিয়ে আলোচনা করবে বিসিসিআই ও এসিবি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা।
এদিকে ভারত সফর শেষে আবারও বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানদের। যেখানে ঈদের পর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে। ভারত সফর বাতিল হলে সেক্ষেত্রে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচিতেও খানিকটা পরিবর্তন আসতে পারে। যদিও তা এখনও নিশ্চিত নয়।