গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। শারজায় আগে বল করতে নেমে ৭১ রানেই ৫ উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। পরে হাসমতউল্লাহ শহিদী ও মোহাম্মদ নবীর দুর্দান্ত জিতে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় আফগানরা।
আধুনিক ক্রিকেটের এ যুগে ওয়ানডেতে ২৩৬ রানের লক্ষ্যকে হাতের নাগালেই বলা চলে। এ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও এগোচ্ছিল ভালোই। তবে বাধা হয়ে দাড়ালো সেই বিপর্যয়। তবে এবার চরম অবিশ্বাস্যভাবে।
৪৭ রান করে নাজমুল শান্ত যখন আউট হয়ে সাজঘরে ফিরেন তখন বাংলাদেশের দলীয় রান ৩ উইকেটে ১২০। এরপর দলীয় ১৩২ রান আউট হন মিরাজ। ৪ উইকেটে ১৩২ থেকে বাংলাদেশ এরপর অল আউট হয়েছে ১৪৩ রানে। অর্থাৎ স্কোরবোর্ডে ১১ রান তুলতেই হারিয়েছে বাকি ৬ উইকেট, ম্যাচটি হেরেছে ৯২ রানের বড় ব্যবধানে।